দুঃখবীজ
আমার জন্ম মুহূর্তে
যে দুঃখবীজ রোপণ হয়েছিল
শৈশবে তারা বৃক্ষ
যৌবন পরিপূর্ণ
বেশুমার কষ্ট-ফুল
আর কৃষ্ণবর্ণ যন্ত্রণা-ফলে
বার্ধক্যে খসে যাবে
সকল অভিজ্ঞ পাতারা
হরিদ্রাভ শরীরী ভাঁজ নিয়ে
হয়তো সেদিনই খুঁজে পাব
আঁতুড় ঘর থেকে পিস-হ্যাভেনে
যাওয়ার একমাত্র ঠিকানা
যার নাম শ্মশান অথবা মৃত্যুর পরের স্টেশন!
No comments:
Post a Comment