Monday, 5 October 2020

বেবী সাউয়ের কবিতা, সাহিত্যএখন শারদ 2020

 



ইয়োকাস্তা 

১. 

আমাদের দিকে পুরো মেঘ করে আছে...


থমথমে মেঘ দেখলে বিষণ্ণ ময়ূরের কথা মনে পড়ে 


যেন তারা একদিন খুঁজে নেবে  কোনও এক  সন্ধের পানশালা...


আর শহরের লাল চুলের মেয়েরা খিলখিল করে হেসে উঠবে রোজ...


২. 


বিষণ্ণ ময়ূর অধিক বিষণ্ণ এক গল্পের কাছে বসে আছে


যেন অ্যাকোরিয়ামের ভেতর পোষমানা মৃত  রঙিন চোখ...


কোনও আত্মহত্যা নেই যেখানে...


তবুও পেখমের লোভ,  প্রভূত সংসার,

ঈশান-মেঘের জন্য তাহাকে খানিক নেশাখোর করে তুলছে


৩.  


সে, হারিয়ে ফেলা পথ, একটা মায়াবী  মাঠ...


ময়ূরকে কাঙ্ক্ষিত করে তুলছে পোষা মাছটির প্রতি 


তাহার পায়ের কাছে রূপোর ঘুঙুর দেবে? 

দেবে তাকে অউদিপাসের বাঁশি! 


বরং তাহাকে দিও অপমান, বাংলা কবিতা..

No comments:

Post a Comment