গল্পের মতো
মিথ্যেকেই আজকাল ছায়া বলেই সাজিয়ে নিই।
জানি, যারা সব সত্য বলে হারিয়ে গিয়েছিল প্রাচীন প্রবাদ-অরণ্যে,
তাঁরা ঘুমিয়ে আছে কেউ বা
ফুল হয়ে, কেউ আবার নদী হয়ে।
আজকাল হেমন্তকে বড় অদ্ভূত লাগে জানো!
পাখিরা আসে না এপথে।
বিসমিল্লার নহবত ও
বসে না পড়ন্ত রোদের গায়ে।
তাই বলি, আমাকে ভুলতে দাও বরং নিজেকেই...
শীত আসুক শীত !
গল্পের গায়ে লেখা হোক নতুন উপন্যাস ।