Showing posts with label নীপবীথি ভৌমিক. Show all posts
Showing posts with label নীপবীথি ভৌমিক. Show all posts

Saturday 17 October 2020

নীপবীথি ভৌমিক, কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,


 

গল্পের মতো

মিথ্যেকেই আজকাল ছায়া বলেই সাজিয়ে নিই।
  জানি, যারা সব সত্য বলে হারিয়ে গিয়েছিল প্রাচীন প্রবাদ-অরণ্যে, 
 তাঁরা ঘুমিয়ে আছে কেউ বা
  ফুল হয়ে, কেউ আবার নদী হয়ে।

    আজকাল হেমন্তকে বড় অদ্ভূত লাগে জানো!
      পাখিরা আসে না এপথে।‌ 
     বিসমিল্লার নহবত ও 
        বসে না পড়ন্ত রোদের গায়ে।
   
  তাই বলি, আমাকে ভুলতে দাও বরং নিজেকেই...
        
        শীত আসুক শীত !
    গল্পের গায়ে লেখা হোক নতুন উপন্যাস ।