Friday, 16 October 2020

উত্থানপদ বিজলী, ছড়া , সাহিত্য এখন শারদ ২০২০,

 


পাখি সব করে রব

পাখি সব করে রব রাতি পোহায়িল
প্রভাতে জাগিয়া দেশ এমনি দেখিল
রামমন্দির নামে  দেবতার স্থান,,,,,,
ঠাকুরেরা পুরোহিত সেখানে প্রধান
জাতি নিয়ে বজ্জাতি চলে উদ্দাম
জয় জয় ধ্বনি ওঠে , জয় সিয়ারাম।

পাখি সব করে রব রাতি পোহায়িল 
দলিত জনেরা ঠিক তেমনি রহিল
অচ্ছুৎ আছে সব স্পর্শেতে পাপ 
কাছ থেকে দূর হঠো----গায়ে জাতি-ছাপ
বামুন পূজারী হবে ,  তোরা হনুমান---
পাহারায় থেকে কর রাম-গুণগান।

পাখি সব করে রব রাতি পোহায়িল 
তুড়ি মেরে মনু-নীতি সাম্য চাহিল 
চামার চাঁড়াল মুচি ----কেন হবে দাস
শোষণের পাতা ফাঁদ হীন অভিলাষ
রামের জনমভূমি ----পবিত্র ধাম
মন্দিরে ঢুকে সবে করিব প্রণাম।

সমুদয় হিন্দুর শুধু গুটিকয়
যদি সমাদর পায়, ভয় নিশ্চয়।
 
লেখকের মতামত তাঁর সম্পূর্ণ নিজস্ব। 
 
 

No comments:

Post a Comment