Friday 16 October 2020

পৃথা চট্টোপাধ্যায় , কবিতা , সাহিত্য এখন শারদ ২০২০,

 


 

স্বপ্ন মিছিলে এস্রাজের সুর
 

বিপর্যয়ের রাতে ভাষার গভীরে পথ খুঁজি

জন্মান্তর থেকে জেগে উঠে সময়
সাবেকি খোলস ফেলে যে বেরিয়ে এল সে এক অন্য নারী
ভোরের আলোয় সব দৃশ্যই অরণ্যমথিত সবুজ ফ্রেমে বন্দী হলেও
পৃথিবী ঢেকেছে মুখ নীলাভ মুখোসে
ক্রমাগত রূপান্তরিত হচ্ছে মানবতা

এ বছর বর্ষার কোনো মেঘ রাজহংস হতে পারে নি
সময়ের কুণ্ডলিতে জেগে আছে শুধু অনন্ত শোক
শূন্য আঁচলে উড়ে যাচ্ছে পাখির দল
তবু দ্বিধাহীন স্পর্ধায় সূর্যের গা ঘেঁষে জ্বলছে এক অজানা নক্ষত্র
ময়ূরের গ্রীবায় ক্রমশ হারিয়ে যাচ্ছে সব বিপর্যয়
আমি স্বপ্ন মিছিলে এস্রাজের সুর শুনেছি

No comments:

Post a Comment