Sunday 18 October 2020

বিবেকানন্দ মণ্ডল, কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

 


অক্ষয় ঠিকানা

   
পিনকোড বদলে 
ঠিকানা বদল করা যেতে পারে
তবু , চিঠির অভিমুখ কিংবা
নিভৃত রাতজাগা কথার গতিমুখ
                           বদলানো যায় কি?

মূর্তির মুখ বদল হলেও
ইষ্ট বদল হয়না কখনো ...

আমাদের অনেক কিছু বদলে যায় --
মনের আকাশ বদলায়
          পাখির উড়ান বদলায়
                     সময়ের চাদর বদলায়
তবু, দু-চার কলি কথা
অক্ষয় হয়ে থেকেই যায়
                   পাতার সবুজে
                              ফুলের অনুরাগে , আর
এলোমেলো ঠোঁটে বোনা পাখির নীড়ে ।

ঠিকানা বদলালে রাস্তার চলন বদলায়,
ছায়া-রোদের রূপরেখাও বদলায় , তবু
হৃদয়ের বাসায় ভালোবাসার আসবাব আর
পিয়ানোয় বুনে ফেলা নিভৃত প্রাণের গজল
                     বদলে ফেলা যায় কি কখনো ?


No comments:

Post a Comment