Monday 19 October 2020

বর্ণালী কোলে,কবিতা,সাহিত্য এখন শারদ ২০২০,

 


একটি কবিতা

 

আমার থাকা না থাকায় পৃথিবী ঠিকঠাক?

আকাশের নীল চুরি হয়নি একটুও?

শ্যামের বিষাদ?

আমারচলে যাওয়ার দিনও

গরু, ছাগল চরাচ্ছিলাম দুপুর রোদে

সেই মাঠের মুক্তি চুরি হয়নি একটুও?

আমি মনসারঞ্জন , পুরুষচিহ্ন জন্ম

অথচ আই ইচ্ছে নারী, একা

কুলুঙ্গির আলতা, সিঁদুর, সুগন্ধী তেল

দড়ির আলনায় শাড়ি, সায়া, ব্লাউজ

ওরা আনমনা?

আমাকে সাজিয়েছ তোমরা সাধ্বীর সাজ?


শবযাত্রায় তোমাদের কাঁধ চড়ে যেতে যেতে

কত যে সুখ

খুশি, খুশি দালানবাড়ি, হিল্লোল

রাঙাবউ আমি ঠিক পরজন্মে

No comments:

Post a Comment