শিরোনামহীন
এমন করেই অনেকটা পথ চলতে চলতে
কখন জানিনা ঘুমিয়ে পড়েছি গাছের তলায়...
এমন করেই যাপনের কথা বলতে বলতে
অভিমানে ভেজা বেদনা জমেছে শুকনো গলায়...
এ অবরুদ্ধ জন-অরণ্য রমণ বিলাসে
অসুখের ঘোরে সুখ খুঁজে মরে তোমাদেরই পাশে।
শোনো রাজা, তুমি মিথ্যে বলছ, সবাই শুনছ?
শোনো পুরোহিত, দ্বিচারিতা কেন তোমার মন্ত্রে?
হে গনৎকার, কার নির্দেশে সময় গুনছ?
আমজনতার মুখ বাঁধা কেন রাষ্ট্রযন্ত্রে?
অঙ্গরাজ্য আজ বিভাজ্য, তবুও তোমাকে...
খুঁজেই চলেছি অলি-গলি, নদী-নগরের বাঁকে।
ঘুম ভেঙে গেলে নিজেকে হালকা হালকা ঠেকছে,
চারিদিকে দেখি ফুল ফুঁটে আছে তারাদের মত;
দূরবীন দিয়ে দূর থেকে কেউ যদিও দেখছে,
ছায়া হয়ে ছায়াপথে মিশে আছি , তবু অবিরত...
মৃত নগরীর ধ্বংসাবশেষ খুঁড়ে খুঁড়ে দেখি,
রাজা, পুরোহিত, দানবের ভীড়ে তুমিও আছো কি?
No comments:
Post a Comment