অবয়ব
রাত যখন গভীর হয়...
একটানা ঝিঁঝি পোকার শব্দ নাকি
ব্রহ্মাণ্ডের কলরব..
আমি নীরবে মাথা ঢোকাই...
তারপর ব্রহ্মাণ্ড হয়ে ঘুরে বেড়াই
দেশে বিদেশে...
যদিও ওরা তখনো ব্যস্ত আরো কিছু
পাবার আশায়...
ঠিক তক্ষুনি কোথায় যেন একটা
শারদ উৎসবের ঢাক বাজে...
আমি কাশবনে ধুনুচির ধোঁয়ায় তোমার
অবয়ব দেখি...
No comments:
Post a Comment