কফি শপের কবিতা
কফির ফেনায় একটা চকোলেটে লাভ সাইন সার্ভ করে এখানে,
স্ট্র ডুবিয়ে ভেদ করো সে রহস্য, সেই পান পাতা;
যে জানেনা তার কথা বাদ দাও, যে জানে সে জানে
কতটা গাঢ় চুমুকে সাড়া দেয় সান্ধ্য কলকাতা
সাড়া দেয় ঠোঁটে জিভে, হাতের আঙুলে, সাড়া জেগে ওঠে গাছে বৃন্তে ফুলে।
উবেরের কালো কাঁচে জুলাইয়ের বৃষ্টি ছোঁড়ে তির
তারপর থেকে সেই বাড়ি ফেরবার পথে সন্ধ্যেবেলা রোজই ওঠে দুলে
গরম কফির মতো ধোঁয়া ওঠা দুখানা শরীর।
No comments:
Post a Comment