Thursday 15 October 2020

মিঠুন চক্রবর্তী, কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

 


মন


প্রকাশ্য জনসভায় বলছিলে, আকাশ....

                     বলছিলে, পাখিদের ওড়া-উড়ি....

অথচ,যাবতীয় একাগ্রতা ফাঁকি দিয়ে

এখান থেকে সেখান থেকে 

                             নেমে এসেছে আনমনা ঝুরি 

কোনোটাতে দোল খাচ্ছে ফড়িং রঙের শৈশব,

কোনোটাতে কবেকার ছিঁড়ে যাওয়া বাসন্তী প্রেমের গন্ধ 

আরও কত টুকরো টুকরো মাটি আঁকড়ে ধরতে চাওয়া


দেখো, যেই তোমাকে আকাশ বললে ঘর বাঁধার কথা

অমনি তোমার বুকের ভেতরে মাথা নাড়িয়ে কিচিরমিচির করে উঠল

তোমার অজান্তেই গজিয়ে ওঠা কত রকমের পাখির বাসা

No comments:

Post a Comment