Saturday 17 October 2020

বৈজয়ন্ত রাহা, কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

 



ও শ্যামলস্যার



ও শ্যামলস্যার আজকেও বাংলার ক্লাসে আসিনিতো ও শ্যামল স্যার বাংলাতো চক ডাস্টারে খসে খসে পড়ে দেখো দেখো জানলার পাশে স্কুলবাড়ি ঘাস হয়ে নেমে বৃষ্টিতে ধুয়ে গেছে পাঁচিলের খাঁজ যেনো চিঠিহীন খামে শব্দেরা থেমে গেছে ভিতর বাইরে যত সুতোহীন ঘুড়ি লাট খায় আচারের বয়ামেরা জড়ো হয়ে স্তব্ধের বেড়া ভেঙে কার ঐ চুড়ি ভাঙা কাঁচ ডিঙ্গোলেই কান ধরে না পড়ার অশালীন মতি চক ডাস্টারে বাংলার কোনো ক্লাস ও শ্যামলবাবু ধিক্কার ধিক্কার নীল ডাউনের বেঞ্চিরা জড়ো হয়ে প্রজাপতি - মাপে এঁকে রাখে পৃথিবীর অবসন্ন দাড়ি কমা ওং মাথার ভিতরে শব্দের বুনো গাছে ফুল ভেঙে  নদীমাতৃক্রোড়ে যুগ যুগ কেটে গেলে ভাঙচুর মিথের পাহাড় গড়ে  কলঙ্কের আদিম অক্ষরে দাম্ভিক বেয়াদব বোকা জেদী বসে না কখনও যে ঘাসে ঘাসে জলফড়িঙেরা গড়ে রাখে বেদী বাংলার ক্লাসে আর যাবোনা কখনও ও স্যার কবিতার মতো একা একা ফুলতোলা মাঠে... কবিতার মতো...ঘুমিয়ে পড়েছি কবে...

1 comment: