Monday 19 October 2020

সোনালী মিত্র, কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

 


ভূগোল

আমার পড়ার টেবিলে উত্তরাধিকার প্রাপ্ত গ্লোব ছিল
চেয়ারে বসলেই ইচ্ছে হত, বিশ্ব জোরসে ঘুরিয়ে দিই ।

সেই ঘূর্ণন শুরু... সময় প্রথম হাত ছুঁইয়ে চিনিয়ে ছিল-
হাভাতে ইথিওপিয়া ,মা সময় পেলেই
বুঝিয়ে দিত গ্লোবের কোথায় থাকে মহাসাগর ।
একটু একটু করে সবে গ্লোবে চড়ে বসতে শিখেছি
সেই মুহূর্তে আমার প্রথম প্রেমিক
এভারেস্ট এ পা রাখা চেনাল..
রেডলাইট অন্ধকার-কন্যা দেখিয়ে দিল আফ্রিকার সিংহ !
আর শেষতম প্রেমিকের কাছে মারিয়ানা খাদে পড়ে
রপ্ত হল না গিরিপথ ভেঙে উঠে আসার কায়দাটা।

এখন আমি ভূগোল পড়াই , পৃথিবীর গঠন আত্মস্থ
গরম-শ্বাসের মুহূর্ততক চোখে থাকে গ্লোব
ক্লাসের মেয়েদের মহাদেশ দেখাই
ভোর রাতে ঘুমের মধ্যে গ্লোবে নিজের গ্রামের নাম খুঁজি...

No comments:

Post a Comment