Monday 19 October 2020

কেকা সেন,কবিতা, সাহিত্য এখন শারদ ২০২০,

  


প্যান্ডেমিক


সময়ের যন্ত্রনা কাঁধে

কারা যেন হেঁটে চলে , রাত্রির ক্লান্ত জঠর

ঘামে ভেজা শরীর আর অবসন্ন ঝুলন্ত স্তনে 

লেগে আছে ছিন্ন জীবন 

ক্লান্তির করুণ জ্যোৎস্না তাদেরকে ঘিরে থাকে

নিরুচ্চার মন্ত্রে বাঁধা তাদের ভীরু চোখ।

দূরে কাঁঠালতলায় ভাতের গন্ধ তখন

একে একে খুলে যায় প্রাণিত গ্রন্থিগুলি

হাজার পদ্ম বুকে শূন্য দাওয়ার দিকে

হেঁটে যায় নষ্ট দুর্গারা।

No comments:

Post a Comment