Monday 6 July 2020

শ্যামশ্রী রায় কর্মকারের কবিতা, সাহিত্য এখন বর্ষা সংখ্যা, ২০২০, Shyamashri Ray Karmakar



গল্প
শ্যামশ্রী রায় কর্মকার

পথের ওপর একা মানুষ, ক্ষোভের ভারে ন্যুব্জ
ঝোলার ভেতর শুকনো রুটি এবং ভীরু উদ্বেগ
নীরবতার হাত ধরেছেন, নীরব মানে কান্না
পথ বেড়ে যায় পথ বেড়ে যায় মনের সাথে যুদ্ধেই

গ্রামের ঘরে বৃদ্ধ বাবা, অর্ধভুক্ত সন্তান
অদর্শনে সন্ধ্যা সকাল নিজের ছায়া দীর্ঘ
কুসুম আজও শুধুই শরীর, কুসুম অর্থ অন্ন
পথ বেড়ে যায় পথ বেড়ে যায় খিদের সাথে যুদ্ধেই

পর্দা জুড়ে সেলিব্রিটির দিগ্বিজয়-আখ্যান
দেশের কাছে শ্রমিক এখন খিদেয় মৃত সংখ্যা
কোনটা হবে অনন্ত আর কাদের মৃত্যু পলকা
এ বিতর্কে ক্লান্ত তিমির, তারারা বাকরুদ্ধ
একা মানুষ মরতে থাকেন বাড়ি ফেরার গল্পে
রাজ্য থেকে রাজ্যে কেবল মুখের ভাষা বদলায়

9 comments:

  1. Replies
    1. খুব ভালো লাগলো। প্রাসঙ্গিক❤️

      Delete
  2. ভীষণ ভাল লেখা । অদ্ভুত একটা মেলবন্ধন আছে, জীবনযুদ্ধের সঙ্গে ব্যক্তিগত দুঃখবোধের । ভাল লাগল পড়ে ।
    ।। শুভদীপ নায়ক ।।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন

      Delete