Thursday 17 November 2022

subodh sarkar সুবোধ সরকার

 


 
সুবোধ সরকার
 
তিন ইঁটের উনুন

রাজা রামমোহন সরণি ঠিক যেখানে 
ট্রামলাইনে গিয়ে পড়ছে
তার ঠিক আগে
মেয়েটি থাকে।

মেয়েটির কাঁখে গত দশ বছর
আমি সবসময় 
একটি দুধের বাচ্চাকে দেখেছি। 

তার চারটে দুরন্ত ছেলেমেয়ে  
দিনে একশবার 
রাস্তার এপার ওপার করছে
একটাও চাপা পড়েনি। 

সন্ধ্যা আটটায় তাদের ডিনার। 
তিন ইঁটের উনুনে ভাত ফুটছে
তিন ইঁটের উনুনে মসুর ডাল ফুটছে
কী অপূর্ব তার গন্ধ।পুজো আসছে।

শুধু নিজের চার দুরন্তকে নিয়ে নয়
ফুটপাথের সমস্ত ছেলেমেয়েদের বসিয়ে যে মা আজ
খাওয়াচ্ছে 

সেই মা রাজা রামমোহনের মা 
সেই মায়ের নাম দুর্গা।

পবিত্র সরকার

 

 


পবিত্র সরকার 

ভুল
 

হেঁটেছি কত নিঝুম পথে, 
গুনিনি দিন-রাত;
স্বপ্ন ছুঁতে চেয়েছি কিছু, 
বাড়িয়ে দিয়ে হাত।
দু-পাশে ফুটে ছিল সে বুঝি 
নয়নতারা ফুল, 
তাদের নমস্কার জানাতে
করিনি কোনো ভুল। 
দেখিনি তবু পাতায়, মূলে
অরণ্যে সব গাছে
পৃথিবী-জোড়া সন্ত্রাসের 
রক্ত লেগে আছে।

শ্যামলকান্তি দাশ

 

 


 

 

 

 শ্যামলকান্তি দাশের কবিতা 



পোকা

ছাত্রাবস্থায় হস্টেলে একটা পোকা মেরেছিলাম
গোলাপি-নীলের মিশেলে অনির্বচনীয় একটা পোকা
কীটপতঙ্গের জগতে এরকম পোকা কোনোদিন দেখিনি
সেই হিসেবে এটা একটা বিরল অভিজ্ঞতা বটে

এত এত বছর বাদে মরে যাওয়া সেই পোকাটা 
আবার জেগে উঠেছে
আমার শয়নকক্ষের চারপাশে বনবন করে ঘুরে বেড়াচ্ছে
ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে মুহুর্মুহু আমাকে ভয় দেখাচ্ছে
দিগন্তের ওপারে উড়িয়ে দেওয়ার ভয়
ওই যে যেখানে জমাট বেঁধে আছে প্রকৃতির শ্যামলিমা,
ধোঁয়ার পুঞ্জ, কুণ্ডলী পাকিয়ে আছে মেঘ,
ছ্যাদরা ভ্যাদরা হয়ে গেছে আকাশ- ওখানে
একবার আটকে গেলে আর কোনোদিন বেরোতে পারব না
পোকাটাকে তাচ্ছিল্য করলে সে আমার দিকে তেড়ে আসে
অনুশোচনা করলে সে আমার দিকে কঠিন চোখে তাকায়
মিলনের সময় আমার সমস্ত মনোযোগ কেড়ে নেয়
আমার শিহরণ আর সুখানুভূতিকে সে কিছুতেই
প্রকাশ করতে দেয় না
আমার দম আটকে যায়, আমরা এই অবরুদ্ধ ঘর থেকে
কিছুতেই বেরোতে পারি না। 

সেই মরে যাওয়া গোলাপি-নীল পোকাটা মশারির ভিতর
আমাকে সারারাত জ্বালিয়ে মারে
উড়িয়ে দেওয়ার মারাত্মক ভয় দেখায়
হায় রে অর্গলবদ্ধ জীবন, আমি আর কোনোদিনই
পোকার চোখ এড়িয়ে অন্য কোনো হস্টেলে 
পালাতে পারব না।