আত্মবিক্রি ভ্যারাইটি স্টোর
ঠিক যেভাবে মাটির ভাঁড়ে
জমিয়ে রাখা খুচরো খুচরো পয়সা গুলো
ভেঙে ফেলে ছড়িয়ে দিই সবার মধ্যে
নিজেকে ঠিক তেমন করে
ছড়িয়ে যাই লোকের হাটে
হয়তো লেখা, হয়তো ছবি, হয়তো গানে
বিক্রি করি নিজেই নিজের নিজস্বকে
আমার গলায় বাজতে থাকে
বেচে ফেলার রাষ্ট্রগীতি
কেউ কিনে নেয়, কেউ চলে যায়
কেউ তাকিয়ে, মুখ ঘুরিয়ে, আসছি পরে
বলে চলে যায়
দিনের শেষে আমার গায়ে লেগে থাকে হাজারটা চোখ
আমিও পণ্য, খুব সামান্য দামেই যেমন বিকিয়ে যাই
গা থেকে চোখ যেই সরে যায়, হারিয়ে যাই অতল ভূঁয়ে
আমি তো চাই সবাই দেখুক বিলবোর্ডের ওই ডিসক্লেমারে
“চোখ যেন ভাই লেগেই থাকে,
চোখ যেন না সরতে পারে”
ফেসবুকের ওই প্রোফাইলটা তো আত্মবিক্রি ভ্যারাইটি স্টোর!
No comments:
Post a Comment