Sunday, 3 November 2024

অরিত্র দ্বিবেদী

 দ্বিরাগমন


পথের কথা পথই ফেরায়
পথ কি তোমায় চালায় এমন
এ স্বপ্নবৎ অল্পে হেঁটে
ওদিক ফিরে এদিক ঘেঁষে
ঘষটে কেমন আসতেছিলে 
এই কি তোমার চাঁদেরবাড়ি
গুহারলিপি রাজকন্যে? এমন বাড়িই 
চাইতে নাকি?

সকাল হলেই উড়তে যাবে
পথের কথা পথই মেটায়
ক্ষুণ্ণমনে; অলুক্ষণে এ স্বপ্নবৎ
ঘোরাও কেন, রাজকন্যে?

এই বুঝি কি মনের কথা
এই কি তোমার প্রেম বিলোনো 
হন্যে হয়ে?


No comments:

Post a Comment