Thursday 5 September 2024

রাজীব মৌলিক

 


দুটি কবিতা 


স্পর্শ 



আর একটু কাছে গেলে যদি ছোঁয়া যায় বৃষ্টিফুল
মেঘ মেয়ের জোছনা ধোঁয়া ছাতিম বুক
কালো চোখের মণির লজ্জাবতী শোক
কাছে যেতে চাই 

ছুঁতে চাই দক্ষিণা হাওয়ায়
ভেসে যাওয়া হলদে পাখির
স্নানঘরের সাবান, গন্ধ মাখা চুল
বেদনার বীজ থেকে যে-সব বিশুদ্ধ রক্তজবা
গঙ্গা ফড়িংয়ের মতো মিশে যাচ্ছে জলে
তার সহজ বেদনা ভেঙে ভেঙে দেখি

আর একটু কাছে গেলে যদি ছোঁয়া যায়
পবিত্র তটিনী, স্রোতে ভরা দোঁহা,রাগ

কাছে যেতে চাই ; দেহ মানুষের গন্ধ বোঝে আর
ফুল বোঝে প্রজাপতি মুখ
 
 
 
 পোষ্য



মানুষ শখ করে টিয়াপাখি পোষে
কেউ কুকুর পোষে 
বিড়াল পোষে
বাঘ সিংহ হায়েনা কি-না পোষে

অদ্ভুত লাগলেও তারা মালিকের কথা বোঝে
সহজেই পোষ মেনে যায়
মালিকের বিশ্বস্ত শিষ্য হয়ে ওঠে

অথচ আমি এ-সবের কিছু পুষিনি
আজীবন নিজেকে পোষ্য করতে চেয়েছি

আর নিজেকে পোষ্য করতে গিয়ে দেখি
আমার মতো অবাধ্য দ্বিতীয় কিছু নেই




No comments:

Post a Comment