সাহিত্য এখন বর্ষা সংখ্যা, ২০২০ |
সম্পাদকীয়
এলবার্ট কামুর মতে 'আত্মহনন একটি দার্শনিক সমস্যা'। এখন প্রশ্ন হচ্ছে, আত্মহনন বলতে আমরা কী বুঝব? তা কি শুধুই ব্যক্তিগত? আমাদের পৃথিবী, আমাদের পরিবেশকে নিরন্তর হত্যার দিকে ঠেলে দিচ্ছি যে আমরা, সেও কি একধরণের আত্মহননের প্রচেষ্টা নয়? সভ্যতা এগিয়ে চলেছে, কিন্তু কোনদিকে? আরও একটু আয়াসের অর্থ কি মৃত্যুর আরও একটু কাছাকাছি যাওয়া? আরও একটু স্বার্থপরতার অর্থ অন্যকে মৃত্যুর দিকে এগিয়ে দেওয়া? ২০২০ আমাদের ভাবনার গতিপথ বদলে যাওয়ার বছর।নিজেকে নতুন করে চিনতে শেখারও। মৃত্যু এবং খিদে, এই দুটি সত্য আমাদের জড়িয়ে রখেছে আষ্টেপৃষ্ঠে। সাহিত্য কি প্রলেপ হয়ে উঠবে? নাকি সে হয়ে উঠবে এই সময়ের দর্পণ, যার অমোঘ স্বর প্রজন্মের পর প্রজন্মকে মনে করিয়ে দেবে ভয়ের বিরুদ্ধে আমাদের আপসহীন সংগ্রামের কথা?
এইসংখ্যাটি বিশেষ অনুবাদ সংখ্যা। বেশ কয়েকটি বিদেশি কবিতার অনুবাদ করলেন শ্রদ্ধেয় কবি হিন্দোল ভট্টাচার্য, উজ্জ্বল ঘোষ, সুজিত মান্না প্রমুখ। আশা করি পাঠকের ভাল লাগবে। সেইসঙ্গে গল্প, কবিতা, পুস্তক আলোচনায় নবীন এমং প্রবীনদের কলম স্বমহিমায় ভাস্বর হয়ে থাকল। কাজী নজরুল ইসলামের কবিতা 'বাসন্তী' র ভিডিও প্রকাশ করা হল। এই সংখ্যার কবি মিঠুন চক্রবর্তী। তাঁর কবিতারও ভিডিও প্রকাশিত হল । এই প্রয়াস যাদের জন্য, বিচারের দায়ভার থাকল সেই প্রিয় পাঠকের ওপর।
খুব ভালো লাগলো।
ReplyDeleteধন্যবাদ 😊
ReplyDelete