Sunday 5 July 2020

সায়নের কবিতা, সাহিত্য এখন বর্ষা সংখ্যা, ২০২০




আমার গীতবিতান কোথায়? 
সায়ন

কবরের অপেক্ষায় শুয়ে থাকে মাটি
তোমার পেটে একটা গাছের চারা- টব, রক্তসার মাটি
প্রাণে বেঁচে যাওয়া
মুন্ডহীন জন্মের অভিশাপ
গান গাইতে গাইতে শকুনের ঠোঁটে সমর্পণ করে শিশু
পাথরভাঙা কবি খোঁজে মৃত গণসংগীতের প্রাণ
নরম হাতের মুঠোয় কাঠ ফাটা গালঠোঁট
একটা পুকুরের প্রশান্তির মতো
একটা ঘাসের প্রথম পৃথিবী দেখার মতো
একটা পাখির কথা বলার মতো কোমল
ভালো করে তোমার চুলে ডুবে থাকা
পৃথিবীবাড়ির ছায়া, চোখে লিখে রাখা গীতবিতানের সকাল ।


1 comment: