আপনজন
শুভনীতা মিত্র
বাবার কাছে শুনেছি পিসিঠাম্মার গল্প
মাঝেমধ্যেই তিনি চলে আসতেন তার দাদাদের কাছে
ছোট ভাইপো ভাইঝি দের সোহাগ করতে
না, তার কোন নিজের সন্তান ছিল না
প্রকৃত সঙ্গিনী নাকি তিনি হয়ে উঠতে পারেননি
তার স্থান ছিল মাটিতে চাটাইয়ে
মারধোরের সাথে মিলে যেত কিছুটা খাবার
আবার কিছুদিন পর বলতেন ফিরে যাওয়ার কথা...
মাঝরাতে উঠে বাক্স প্যাঁটরা গুছিয়ে
বসে থাকতেন ভোরের আলোর অপেক্ষায়
আসবাবে ঠাসা ঘরে জায়গা হয়েছিল ওঁর
খুব বেশি আলো ঢুকতো না সেখানে
তবু কোন এক ইচ্ছেয় ভর করে তিনি ঠিক
খুঁজে নিতেন আপনজন
No comments:
Post a Comment