Sunday 5 July 2020

নবকুমার পোদ্দারের কবিতা , সাহিত্য এখন বর্ষা সংখ্যা, ২০২০






নবকুমার পোদ্দারের কবিতা 

এলোমেলো 

রুদ্ধশ্বাসে তছনছ হতে পারছি না
হে জীবন
মহার্ঘ মহাজন
পোষা পিয়ানোর কাছে আমার মেধা,তালু,মেঘ
বুলডোজার দিয়ে কে ভেঙে দিচ্ছে তবে?
আয়নার বিষাদময় গর্ভে একটা গোটা দিন জলে ডুবে রইল
এও কি ট্রাজেডির লুন্ঠন  নয়!


বায়ু

অসুখ দিয়ে বেঁধে রেখছ
রোগ ছড়াচ্ছে গাছের ছালে
স্বপ্নে স্বপ্নে মেদ খাই
যৌনটিকা এঁকে কাম অরণ্যে 
আমার কাব্যভাষা সতী নয়
যেমন তোমার ঠোঁটের কোতল!
ফেনায় ফেনায় ফূর্তি মূর্তি 
দাহ হয় অনন্ত ছোবল
 জিভ কবুতর ছোঁয়
সমতল মলাট ধোয় দাঁতের 
সুপ্ত ব্যঞ্জনে শরীর শরীর বায়ু যায়।

No comments:

Post a Comment