আশ্রয়ের অবর্তমানে
চন্দন বাসুলী
এখানে কোনো পাহাড় নেই
কোনো নদী নেই
কোনো জঙ্গলও নেই
আছে বিস্তীর্ণ একটা মাঠ
কোথাও সবুজ
কোথাও ধু-ধু ফাঁকা
অদ্ভুত নির্জনতায়
যেন সঙ্গীহীন দাঁড়িয়ে আছে
আকাশের মুখে চেয়ে
এসবের কাছেই বার-বার যাই
আর ফিরে আসি,ফিরে আসতেই হয়
একা কোনো জায়গায় বেশিক্ষণ থাকা যায়না
যখনই গিয়েছি ওদের কাছে
আমি চেয়েছি
শুধু চেয়েছি
কেউ তো আসুক - একেবারে নতুন কেউ
যার কাছে নিশ্চিন্তে থাকা যাবে
অসুখী বিকেল গুলোতে
বাবা নামের আশ্রয়ের অবর্তমানে !
No comments:
Post a Comment