আবার
বাপ্পাদিত্য রায়বিশ্বাস
চলেছ...
পায়ের ছাপ মুছতে মুছতে
আমি পেছন পেছন
এভাবেই
লুকিয়ে পড়া বারান্দা
জংলা বাগান
ধসা মন্দিরের রাধামাধব
আর একা হওয়া নদীর স্রোত
আমাকে চিনিয়েছ
জানোই তো কত কষ্টে আটপৌরে মেঝেটুকু
শুকিয়েছি
অথচ সে-ই মাথায় আকাশ নিয়ে
তোমায় ঢুকতে হ'লো
চলেছ...
পায়ের ছাপ মুছতে মুছতে
আমি পেছন পেছন
উঠোন
বারান্দা
কলতলা
ঘর...
একটু দাঁড়াও, এবার শেকলটা তুলে দিয়ে আসি।
No comments:
Post a Comment