Monday 6 July 2020

ভাস্কর পালের কবিতা, সাহিত্য এখন বর্ষা সংখ্যা, ২০২০




ব্ল্যাক চাইল্ড

ভাস্কর পাল


আমি অবসন্ন হয়ে গেলে
ঝুঁকে পড়ি আরও
বিষন্ন হৃদয় নিয়ে
আমি ছুঁতে চাই মাটির ভালোবাসা।
বিধ্বস্ত ঝড় যদি আসে
তোলপাড় করে
আমার মন আঙিনা
উড়ে যাওয়া যন্ত্রণা থেকে
আমি কুড়িয়ে নেই বিন্দু বিন্দু স্বেদ
 হাত তুলে দেই আকাশে
প্রশংসায় ভরিয়ে নেই আমার স্মৃতির ধারাপাত
আমি প্রশংসা করি সূর্যের
প্রতিটি সকালে আলোকস্নানের জন্য
অতিবেগুনী রশ্মি আমায় ছুঁয়ে চলে যায়
আমি আদরে হাত তুলি
আমার স্পর্শ সীমানায় তুমি কালো শিশু।
আমি তোমাদের ধার করা অহংকার দিয়ে
পুরুষকারের দিকে তাকাই, হাসি
নিস্পন্দিত ধার করা পেশী, তাদের দীর্ঘ এবং সংক্ষিপ্ত বন্দুকগুলি
ক্রমধাবমান উজ্জ্বলতম মৃত্যু গোলক
আমায় আপন করে নেয়।

No comments:

Post a Comment