মুখ
রাজীব মৌলিক
যে মুখে তুমি কথা বলে হেসে ওঠো
ও মুখ আদতে আঁশটে গন্ধের পাতাবাহার
দহন শেষে ছাই যেমন বিজ্ঞাপন দেয়
ওই মুখও উনুনের কালোয় ভরে যায়
পোষা বেড়ালের মতো জাত ভুলে
মালিক কেন্দ্রিক হয়ে
সকলে বোঝাতে চায়
হাসি একটি উপহার
আর উপহার,
কন্যাদানের মতো শর্তহীন
No comments:
Post a Comment