অভ্যেস উঠে আসবেই জল পেরিয়ে
যেন কেউ নেই, আর কেউ নেই...
এমন ভাবাবেগে তুমি সাজাও বাক্য-ব্যবহার
তীব্র শ্লেষে গৃহহীন করে দিচ্ছ অপছন্দের লেখাসমূহ
এই দৃশ্যের কাছে কবিতা চোখের জল ফ্যালে
তুমি যে ঝোপঝাড় অতিক্রম করে এসেছ
সেখানে আহার্য পায় না আর পাখিদের দল
পুড়িয়ে ফেলেছ খসড়া পান্ডুলিপির
তাও আমি বসে থাকি অক্ষরের ঘরে
ধারণা থেকে ঘুমন্ত কবিতা থাকে কয়েক কদম দূরে
No comments:
Post a Comment