Monday, 4 January 2021

তৈমুর খান,কবিতা,সাহিত্য এখন শীতসংখ্যা ২০২০-২১,

 

 


 

নিজের কথা


 


 রাস্তাঘাট এত অনিশ্চিত

                      চারিদিকে অবিশ্বাস দাঁড়িয়ে আছে

 ধর্মের মহিমা প্রচারের আড়ালে

                                        বসবাস করছে ধর্ষক

 মানুষকে কি মানুষ বলা যাবে এখন?

 ঠিক মতো বোঝাবার কোনো উপমা নেই

 ভাষণ শুনে শুনে আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি

 পাহারা দিতে দিতে আমরা অসহায়

 প্রতিরাতে আমাদের ফসলের ক্ষেত ফাঁকা হয়ে যাচ্ছে


 কী নিয়ে বাড়ি ফিরব তবে?

 পরকাল সংকেত পাঠাচ্ছে

 ইহকালের ফাঁকা ট্রাকগুলি চলে যাচ্ছে

 বিজ্ঞাপন দেখতে দেখতে

                         আমাদের বয়ঃসন্ধির রোগ বাড়ছে 

 নিজেরা ডাঙার কুমির হয়ে চাঁদ-সূর্যের আলোয়

                                                          গা শুকাচ্ছি

 ধর্মভীরু হাত অন্ধকারের রুমালে ঘন ঘন মুছে নিচ্ছে


 অনিশ্চিত দিন, ধর্ষক লুকিয়ে আছে, ঘাতকও

 ঝলমল করছে পোশাক

 আমরা মোমবাতি কিনছি রাস্তার ধারের নতুন দোকানে



2 comments:

  1. খুব ভালো লাগল কবিতা।

    ReplyDelete
  2. দারুণ লাগল লেখাটি। 'ধর্মভীরু হাত অন্ধকারের রুমালে হাত মুছছে' অনবদ্য চিত্রকল্প।

    ReplyDelete