Wednesday 6 January 2021

ঝিলম ত্রিবেদী,কবিতা,সাহিত্য এখন শীতসংখ্যা ২০২০-২১,

 



হলুদ-সবুজ




ঘন সবুজ শাড়িতে মোর
হলুদ ব্যথার পাড় দিস
ভ'রে উঠুক নয়ন জুড়ে
অন্ধকারের লাল শিষ

ফুল ফুটুক চাঁদ উঠুক
বেদনা হোক সুদারুণ
আঁচলে চন্দ্রিমার রঙে
নিশি থাকুক অকরুণ

সন্ধে হয় সন্ধে হয়
শাড়ির পাড়ে জ্যোৎস্না বয়
ছাতিমফুল আকাশতোড়া
আমার কাছে আয় সই-

তোর হাতের শীতলতায় হারিয়ে যাক চোখের জল
ঘন সবুজ শাড়ির ধারে হলুদ ফুল কুড়োই চল..............

No comments:

Post a Comment