Friday, 8 January 2021

সুবিৎ বন্দ্যোপাধ্যায়,কবিতা,সাহিত্য এখন শীতসংখ্যা ২০২০-২১,

 
 

 
 

 

 

প্রকৃতি বিষয়ক

যারা যারা সাঁকোটা পেরিয়ে গ্যাছে , অথবা যারা চেয়েছিল কিন্তু পেরোতে পারেনি। তাদের সকলের নাম মনে রাখবে নদী। কারণ তাদের সকলেরই ছায়া পড়েছে। কতটা সময় ধরে সেটা বিবেচ্য নয় কেবল। অভিযাত্রীর একটা গোটা ক্যারাভ্যান চলে গ্যাছে মরু পেরিয়ে। সকলেই যে ওপারে পৌঁছেছে এমন নয়। তবু যারা ওয়েসিসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে , পেড়ে খেয়েছে মিষ্টি খেজুর , ছায়া ঢাকা সরোবরের নীল জল অথবা যারা মরীচিকা দেখে উপুড় হয়েছে বালির ওপর কিংবা  চোরাবালির নীচে আস্তানা গেড়েছে চিরতরে , তাদের সকলের জন্যই মরুভূমি আজ খুশি। লিখে রেখেছে এক একটা বালিয়াড়ির ছাদ বা তলায় তাদের প্রত্যেকের নাম অতি যত্ন করে , মনে রেখ এটা।

 

সিংহল যাত্রা


সুচয়ন তুলে আন ফুল!

দ্রাবিড় কোমরে গাঁথা মালা
নিতম্বে স্খলিত বসন।

সুচয়ন তুলে আন ফুল!

দ্রাবিড় অধরে দেখ রাঙা তাম্বুল
ঈষৎ রক্তাভ চোখ।

সুচয়ন তুলে আন ফুল!

অষ্টোত্তর শত ইন্দিবর , 
খোঁজ সহস্র সরোবর অযুত যোজন দূর।

সুচয়ন তুলে আন ফুল!

বাঁধ সাঁকো নীল অর্ণব
বানর সেনানী যত লাগে পাবে।

সুচয়ন তুলে আন ফুল!

অকাল বোধন যাত্রা
চলেছেন

দাশরথী রঘুবীর , বহিছে মৃদু মন্দ সমীর , 
দিনমণি গেল অস্তাচলে।

© সুবিৎ বন্দ্যোপাধ্যায়

2 comments:

  1. দারুণ কবিতা। খুব ভালো লাগল।

    ReplyDelete
  2. বাঃ! বেশ লাগল

    ReplyDelete