Wednesday, 20 January 2021

চন্দন বাসুলী,কবিতা,সাহিত্য এখন শীতসংখ্যা ২০২০-২১,


 



 
 
শুকনো কাশি ও বার্ধক্য
 

যেভাবে অসাধু অন্ধকার নেমে আসে 
                                      গেরস্থের উঠোনে 
ঠিক সেভাবেই বাবার জটিল বার্ধক্য
খুস-খুস শুকনো কাশিতে 

ক্ষেতের এক কোণে রেখে আসা রোমাঞ্চকর সন্ধ্যা
ফিরে আসে একটা কষ্টের রাত হয়ে 
                                          আস্তে- আস্তে,গোপনে 
খড়ের চাল আর কড়িকাঠের ভিতর দিয়ে 
চুপি-চুপি প্রবেশ করে হেঁসেল থেকে শোবার ঘরে 

সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর 
আমার বাবা কখন যে পরম ঘুমে ঘুমিয়ে পড়ে 

আলসারে ভুগতে থাকা মা টেরও পায় না !

1 comment:

  1. দারুণ লাগল তোমার কবিতা। শুভেচ্ছা সততই।

    ReplyDelete