Monday 4 January 2021

মারুফ আহমেদ নয়ন, কবিতা,সাহিত্য এখন শীতসংখ্যা ২০২০-২১,

 



শিকার পদ্ধতি

একটা শিশুর শ্বাস-কষ্টের দিন তোমার দিকে উড়ে যাচ্ছে। তুমি কোমল হও। যেন ফুল ঝরে যাবে, জানবে না গাছটির পাতাও। তবুও অন্ধকার, রমণীর কান্নার স্বরে ক্রমশ ভারী হয়ে উঠবে বাতাস। আর একটা নষ্ট ঘড়ি ভুল সময়ের উপর দাঁড়িয়ে থাকবে।
ফলশ্রুতিতে আমি তোমার দিকে ধাবিত হবো। যেভাবে একটা বিড়াল সারা রাত ধরে খুঁজে ফেরে প্রিয় হাড় ও মাছের কাঁটার চিহ্ন। এই তাদের স্বভাব, আমাকে ভেবো না বিপরীত, ইতরের মতো তোমার গা ঘেঁষে থাকবো, ঝুলে থাকবো কানে ঝুমকো জবা হয়ে। 
সুন্দর, আমাকে করো তোমার চোখের কাজল , এই রয়ে গেলো আবদার, যদি এড়িয়ে যাও, তবে জেনো অভিশাপ। ঢেকে যাচ্ছে মুখ, তুমি চিনবে না, এতো কদাকার হয়ে যাচ্ছি, আমাকে দেখে আশ্চর্য হয়ো না, কেবল একটা মানুষের মতো বর্ণনা করছি নিজেকে শিকারের পদ্ধতি।

No comments:

Post a Comment