Thursday, 31 December 2020

মিঠুন চক্রবর্তী , কবিতা,

 

 

 
পূর্বরাগ
 
 

যেখানেই হাত রাখছি, সর্বগ্রাসী আগুন

পুড়ে যাচ্ছি। আর পুড়ে যেতেও যে
এত ভাল লাগে, এত মধুর! 

বৃষ্টিতে -ফুলে- পাখিতে জমানো বারুদ ,

বুকের বারান্দায় হু হু করে জ্বলছে
উথাল পাথাল শূন্যতা...
ডাইনিং হলে ঢুকতেই সাবেকি পোশাক ছিঁড়ে
গোগ্রাসে খেয়ে নিল
নীল টেবিলে রাখা রুপোলী থালার খিদে

এভাবেই কি আমার বাঁশিতে তুমি
একদিন হঠাৎ করেই বেজে ওঠো,রাই ? 

আর লোকে দেখে যাকে প্রেমে পড়া বলে

No comments:

Post a Comment