পাপ – তাপ , নশ্বর ,ঈশ্বর
একবেলা তুলি হাতে শারীরিক চুরি
একবেলা এক পাতে ডিমের পাতুরি
আমরা তো চেয়ে থাকা ভুলে থাকা লোক
দু’হাতে জড়িয়ে ধরি সমাস কারক
একবেলা একই বই ভাগ ক’রে পড়ি
নাম রাখি সুগ্রীব , সুগ্রীব - বানরী
আমার চলছে কুড়ি ; তোমার একুশ
আমাদের দুই বাবা লব আর কুশ
একবেলা মেসেজেই সকাল কাবার
একটু সময় নেই কবিতা ভাবার
ইমোজি ঝগড়া করি , ঠাস ক’রে চড়
গলে যাই পাতালেতে — ভেসে ওঠে খড়
একবেলা দিঘা প্ল্যান , একবেলা পুরী
দুই দিকে ঘাড় নাড়ে উত্তরসূরি
আমরা টেনিসকোর্ট বানিয়েছি ঘরে
প্রতিবেশী হিংসেয় জ্বলে পুড়ে মরে
একবেলা ধান ভানি , পাড় পড়ে বুকে
বন্ধু কমেন্ট করে। ভীষণ অসুখে
তখন বেতাল হয় দু-অক্ষর নারী
আমি তো তুলসীপাতা , ভিজে জামা ছাড়ি
একবেলা ধুলো খাই পায়ে ধ’রে সেঁধে
চিরকাল রেখে দেব দোঁহা দিয়ে বেঁধে
আমাদের সব বেলা লোহা আর সোনা
ভাত দিয়ে , চটি দিয়ে , রিপু দিয়ে বোনা
No comments:
Post a Comment