Tuesday, 29 December 2020

রাজদীপ পুরী,কবিতা,সাহিত্য এখন শীতসংখ্যা ২০২০-২১,

 


দাম্পত্য 


আমাদের সারারাত খুনসুটি আর তুমুল ঝগড়াঝাটির পর

                        এই যে সূর্য ওঠে আর রোদ এসে ঝিলমিল করে 

আমাদের ছোট ঘরে... আমাদের ছোট ছোট সুখ, ছোট ছোট রাগ অভিমান— 

এই যে আমরা ভাগাভাগি করে নিই, কি নিই না বল?

আমাদের চারহাত দুহাত হয়ে যাওয়ার পরও এই যে

আমরা প্রেমিক প্রেমিকা সাজি, আর তালি বাজাতে বাজাতে

                         পার হয়ে যাই দিন মাস বছর, আস্ত ট্রাম লাইন...


হট প্যান্ট আর স্ট্রবেরী কন্ডোমে টগবগ করে আমাদের 

খেজুর রঙের দাম্পত্য!

 ছবিঃ মঙ্গলদীপ সর্দার

No comments:

Post a Comment