কর্মপন্থা
না চটজলদি নয়
খুব ধীর মন্থর গতিতে চলে গেলো জীবন থেকে
অথচ আমাকে অবাক করে চকিতে এসেছিলো
জীবন জড়িয়ে ছিলো।
সে গেলো
যেমন করে রাতের শরীরে গড়িয়ে যায় মধ্যরাত
মায়াবী গোধূলি হয়ে।
তার চলে যাওয়ার ধরণ দেখে মনে হচ্ছিল
সে আর কোথাও থামবে না
ঠিক যেন স্পেন নগরী এক ব্যস্ত রেলওয়ে স্টেশন।
জীবনের গতি সে কমিয়ে গেলো
নাকি বাড়িয়ে গেলো
কিংবা বিজয়ী হলো সে ত্রিশঙ্কু সময়ে !
এ শহরের গলিঘুঁজি পেরিয়ে
সে কি গেলো শহর থেকে শহর
কিংবা খুঁজে পেলো
ফেলে আসা কোনো এক রাজপথের ঠিকানা?
ধীরে ধীরেই সে চলে গেলো
অথচ আমি ছুটেও তার কাছে পৌঁছতে পারিনি,
"ফিরে এসো" বলেছি কিন্তু মুখরিত সেই শব্দ
কানে তার বিঁধেছে কি?
সে এখন কদ্দূর গেলো? বড়জোর পাশের শহর,
তার যা হাঁটার গতি
একটা বড়ো রকমের চেষ্টা করে দেখা যেতে পারে
শুরু করা যেতে পারে
ফের একটা দমবন্ধ ছুট, চটজলদি.....
No comments:
Post a Comment