Sunday 27 December 2020

পদ্মনাভ অধিকারী, কবিতা, সাহিত্য এখন শীত সংখ্যা ২০২০-২১,

 



দুরূহ জেনেও



দুরূহ জেনেও  বিশ্বাসে ভর করে
পরিখা ডিঙিয়ে যাই

পথের দু'পাশে সার সার মানুষের
উচ্চস্বরে কথা বুঝি কিন্তু, 
বিষয়ের ভেদ বুঝি না!
যারা ওখানে আছে 
বাস্তবায়নাধীন কাজের নেশায়

তবুও, মেঘমালার ভেতরদিয়ে 
হেঁটে যাই ওদের না বুঝেই।
এই ভাবে রাত্রি-দিন,
অস্পষ্টতায় নগর জীবন
মানুষ না-অমানুষ!
তা  নিজেই বুঝি না

No comments:

Post a Comment