Friday, 13 October 2017

ক্রীড়নক/মতিউল ইসলাম


দরজা খোলা রেখেছি,
হাড়িতে সেদ্ধ হচ্ছে মানবিকতা,
তুমি আসলেই ছিপি খুলে পান করবো
ধর্মীয় সুরা.
রঙিন নেশায় মৌতাতে বাজি ধরবো
প্রিয়ার সারল্য,
কিংবা হোলি খেলতে ও পারি
আত্মজের রক্তে,
দরজা খোলা আছে শুধু তুমি আসলেই
পূর্ণ হয় ষোলকলা.
লালসা কামনা আর যৌনতার মিশ্রনে
তৈরী আছে রাতের খাবার,
হৃদয়ের আলিন্দে পেতেছি বিছানা
নীলয়ে পূর্ণ আছে হাজার গরল.
ঠিক যেমনটি চেয়েছিলে,
ঠিক যেমনটি চাও.
দরজা খোলা আছে
তুমি আসলেই নিঃশব্দে বন্ধ করে দেব
হৃদয়ের সমস্ত আগল.

No comments:

Post a Comment