নির্জন দুপুরের থেকে তাপ ঝরে গেলে অনায়াসে লেখা যায় নিবিড় রহস্যে মোড়া ঘুম অথবা জন্মের ইতিহাস ফুটে ওঠে পাখির বাসার মত ঘরে,তবুও কখনও কখনও এই
গভীর ঘুমে অচেতন শরীর থেকে উঠে আসে
ভূমিহীন শিশুদের দল,স্বপ্নে ঘুম ভেঙ্গে দেখি
ওদের চোখ দুর্গা আরতির ধোঁয়ায় জ্বালা করে ওঠে,ঠোঁটের কোনে জমে ওঠে শরতের মেঘের মত পেঁজা পেঁজা ফেনা,বাজনার তালে তালে বুক ঢিপঢিপ করে,মাথা তুলে নগ্ন মুখে জিজ্ঞেস করে এই এত আলোর থেকে আমি কতটুকু নিয়েছি আলো?স্বপ্নের ভেতর কেঁপে ওঠে আমার শিরস্ত্রাণ,আমার সাম্রাজ্য,
আমার বুকের খুব ভেতরে শিরশিরে অন্ধকারে থইথই করে ওঠে ঘুমানোর ছল
ওদের পায়ের কাছে জমে ওঠে আমার আরও একটু ঋণ
তারপর ওদেরই বুকের কাছে মাথা নীচু করে খুঁজে নিই ক্ষমা
হে নিরন্ন শিশু,আর কত ঢেলে দিবি অপাত্রে দুর্বহ ক্ষমাশীল দান?
No comments:
Post a Comment