অন্ধকারে ভেসে ছিল বিবশ আকাশ
শূণ্যে ডুবে ছিল দুই পা ।
প্রবেশ নিষিদ্ধ ছিল যে সত্যে
তার হাতেই ছিল অনুচ্চারিত গুপ্তমন্ত্র
সেই মন্ত্রে জেগে উঠল দুটি পাতা ।
হঠাৎ কেউ খুলে দিল বন্ধ দুয়ার
জ্বলে উঠল সম্মোহিনী আলো !
মঞ্চ জুড়ে শুরু হ’লো অভিনব নাচ
ঘুম রঙে পাথরের স্হির নৃত্য
কি আশ্চর্য্য ! তেরে কেটে ধা !
আকাশের জন্য বোবা নীল আর
সাগর সুনীল বিরহে হোক উথাল পাথাল
সবুজ ঝাউবন কাঁপুক সোনালী বালির ঝড়ে
রাজহাঁস উড়ে যাক সাদা রঙ মেখে ।
গাছে গাছে কত নরম রঙের ফুল !
আমি জানি, ফুল কি জানে সেই কথা ?
তুমি মেলে ধরলে মহামন্ত্র ছটা
যত ঈশ্বর ঈশ্বরী সার বেঁধে দাঁড়লো আলোয় ।
তোমারই কটাক্ষে যাকে
অন্ধকারে ঠেলে দিলে সে ছিল অলক্ষ্যে রসাতল ।
আমি যে অন্ধ হয়ে ব’সে আছি আজীবন
একবার তাকাবে না ?
শোনাবেনা, কোন্ মন্ত্রে সাজালে জীবন ?
No comments:
Post a Comment