Friday, 13 October 2017

মুখ ফোটা/আর্যতীর্থ


শুকনো কিছু করছি জড়ো ভাবনা কুটো
সুযোগ বুঝে মন সেঁকতে আগুন দেবো,
আনাচকানাচ খুঁজছি কথা একটা দুটো
ভাবনা দিয়ে তপ্ত কথার সুবাস নেবো।

কথা এখন দিব্যি বেরোয় ভাবনা ছাড়া
হ্যাঁয়ে হ্যাঁ মিলিয়ে দেওয়াই চলতি প্রথা
ঠেকে ঠেকে শিখে গেছে জিভ বেচারা
মগজটাকে ঘামিওনা যথাতথা।
না বলাটা কঠিন জেনো চিরকালই
হ্যাঁয়ের গায়ে না ঘষলেই লড়াই বাঁধে
আমরা তো চাই দুধেভাতে থাকতে খালি
বিনমগজেই হ্যাঁ বলে দিই সে আহ্লাদে।
তলে তলে সেই সুযোগে ঘুণ ধরেছে
অন্যলোকে বলছে কথা আমার হয়ে
ইচ্ছেমতো বিভাজনের রং চড়েছে
নির্বিবাদে আমিও সেসব যাচ্ছি সয়ে।
'আমরা'এবং 'ওরা' বলে লাইন টানায়
লাভ হয় শুধু তক্কে থাকা দখলদারের
'ওরা'এবং 'আমরা' যখন অস্ত্র শানায়
আলো তখন খোরাকি হয় অন্ধকারের।
কথাগুলোয় এবার দেবো ভাবনা আগুন
চুপ থাকাটা এখন যে কাজ অপরাধের
আমরা ওরায় বিভেদকামী জেনে রাখুন
রামধনুরং সবকটাতেই দেশ আমাদের।

No comments:

Post a Comment