Saturday 14 October 2017

এক পশলা মুহূর্ত/পার্থসারথি


পাহাড়ী রাস্তার পথে যেতে যেতে আবিষ্কার করলাম
তোর প্রতিটা মনের বাঁকে আমার জন্য জমে থাকা
বিন্দু বিন্দু তিস্তা
গাড়ির ঝাকুনিতে আমার কাঁধ ছুঁয়ে যাওয়া তোর প্রতিটা নিশ্বাস উল্টে যাচ্ছিল
আমার জন্য জমে থাকা তোর
মন খারাপের পৃষ্ঠা
কাঞ্চনজঙ্ঘা আজ বরফের রাজমুকুটে সেজেছে
এত সুন্দর আগে কখনো দেখিনি
আমি জানি তোর চোখ বন্ধ,
এক অদ্ভুত অনুভূতির চাদরে তোর জড়ানো মন আমার কাঁধে শোয়া
আমার বর্ণনা তোর মনে ছবি এঁকে চলেছে
তুলির ঐকান্তিক নিষ্ঠা
পাহাড়ে বৃষ্টি হিসাব কষে হয় না,
আমি জানি আমার কাঁধে এক পশলা বৃষ্টি শুধু সময়ের অপেক্ষা
তোর তিস্তার বুক জুড়ে আজ ছড়িয়ে দিলাম আমার ভালোবাসার নুড়ি
বৃষ্টি শেষের আকাশের নীচে দাঁড়িয়ে
ইচ্ছেমতো তুই কুড়িয়ে নিস্ তা


No comments:

Post a Comment