Saturday, 14 October 2017

কালো সূর্য /কেকা সেন






বিকেলের পসরা সাজানো রাজপথ আর
সিগনালের হিসেব নিকেশ পার করে
ঝাঁকড়া চুলের তলায় জীর্ণ দুটি চোখ
চোখ রাখে সুদৃশ্য কাঁচের দেওয়ালে।
চোখ রাখে,চকোলেট আর ভেনিলার সম্ভারে।
ঠিক তখনি,মুঠোয় দলা পাকানো কাগজ -কারেন্সি চাবুক মারে তার ইচ্ছার দরজায়।
"মিয় আমরে" এর কাঁচে তখন বুকজোড়া গোধূলির মাখামাখি রূপ।
আরও একবার আগামী আকাশের ঠোঁট জুড়ে সূর্যটা কালো হয়ে পুড়ে যায়---
বরাবরের মতো ।

No comments:

Post a Comment