Saturday 14 October 2017

অধিকার/বিশ্বজিৎ মাইতি


বিশ্বাস নেই অলৌকিক আচারে-
আমার অস্তিত্ব উৎসব যা কিছু সবই গোলাঘর ছুঁয়ে।
আমি চাই না আকাশগঙ্গা স্বর্গীয় কল্পনায়-
চাই শুধু ধুলোমাখা রোদ জল শিশিরে
আমার আজন্ম অধিকার।
দুর্বা ঘাসের উপর শুয়ে থাকা ওই যে কাস্তেটা,
ওই আমার ইহকালের সুখ-
সারা উঠোন জুড়ে যত আলপনা সব তোমার থাক।

No comments:

Post a Comment