Friday, 13 October 2017

আশ্বিন / শ্যামশ্রী রায় কর্মকার


ভোর ভোর ঘণ্টা বাজে জোড়া গীর্জায়
যেন ঈশ্বর যাবার আগে ডাক দিয়ে যায়
যেন শেষের সেদিন
নীলমাথা পুরনো দোকানে ময়লা স্যাণ্ডো পরা লোক
একমনে কবেকার গ্রামাফোন সারে
বাজায়,আবার খোলে পুরনো ইস্ক্রুপ
অপূর্ব মোহময় সুরে
কে যেন আলোর স্বর বাজায় সেতারে
পাখিরা ডানার ভাঁজে আড় ভাঙে
ছোট ছোট লাফ দেয় উড়বার আগে
আমাদের ছোট ছোট আনমনা পাপ
ধুয়ে যায় জলের ঝাপটে
সমস্ত আশ্বিন জুড়ে আকাশে ছড়িয়ে থাকে দেবতার নীল
সংবৎসরের যত শিহরণ কাশ হয়ে ফুটে থাকে উন্মুক্ত মাঠে।

2 comments:

  1. ভালো লাগলো। তবে তোর লেখা এর থেকে অনেক ভালো। অপেক্ষায় থাকলাম।

    ReplyDelete
  2. Thank you এভাবেই উৎসাহ দিস।

    ReplyDelete