প্লাবন
সঞ্জয় কর্মকার
তোমার চোখে ভস্ম হতে পারি
অশ্রু জলে বাঁচিয়ে রাখি প্রাণ
তোমার ছোঁয়ায় গৃহস্থালির সুখ
সন্ধ্যাকালে হাস্নুহানার ঘ্রাণ।
তোমার চোখে ভস্ম হতে পারি
অশ্রু জলে বাঁচিয়ে রাখি প্রাণ
তোমার ছোঁয়ায় গৃহস্থালির সুখ
সন্ধ্যাকালে হাস্নুহানার ঘ্রাণ।
তোমার ঘরে মুক্ত চড়ুই যত
জ্যোৎস্না নামায় অলীক ভালবাসা
তোমার কাছে পণ রেখে দিই মৃত্যু
পূরণ করি সর্বনাশের আশা।
তোমার বুকে অষ্টাদশীর প্রেম
রাতজাগা সব পতঙ্গদের ভিড়
একলা ঘরে নিঃস্ব যাপন রোজ
কূল ভাসানোর নেই তো কোন তীর।
রাতজাগা সব পতঙ্গদের ভিড়
একলা ঘরে নিঃস্ব যাপন রোজ
কূল ভাসানোর নেই তো কোন তীর।
No comments:
Post a Comment