Saturday 27 June 2020

অসিকার রহমানের কবিতা




আগুন খেলা খেলবে নাকো
অসিকার রহমান

করোনা-ভয় —যেন এক সর্বধর্ম সমন্বয়, 

শত্রুমিত্র দাঁড়ায় ত্রাসে, ক্রমে দীর্ঘ সারি—

শহর গ্রামে জমাট বাঁধে ভীষণ মৃত্যুভয় 

দেখতে হবে রাস্তা যেন ঢুকে না যায় বাড়ি। 

এ যুদ্ধ মহামারী-করোনা-কূলের সাথে
সেরা দামী অস্ত্র বোমা লাগছে কি আজ কাজে? 
কোটি কোটি অর্থ ব্যর্থ মারণাস্ত্র খাতে —
বুদ্ধিমানের শরীর মনে মৃত্যু-বাজনা বাজে।
অতিমারীর সঙ্গে জীবন মহা নিয়ম মেনে 
ক্ষয়ে ক্ষয়ে লড়ছে সে বধ্যভূমির ময়দানে।
মারী বলে, "চলে যাবো, বলি কানে কানে —

 তুচ্ছ নগন্য তুমি এবার বুঝলে খুব ভালো, 
  বিভেদ ভুলে এখন তবে মিলেমিশে থাকো
                         সবাই সবার হৃদয়পদ্মে মুক্তির আলো জ্বালো,                          
সাবধান, ধর্ম নিয়ে আগুন খেলা খেলবে নাকো ।

চলে যাবো রেখে যাবো দুরন্ত দুঃসময়
 ফের যদি দেখি মানুষে মানুষে রক্তক্ষয়
ফিরবো আবার প্রলয়ংকরী অদৃশ্য ভাইরাস—
জানবে আমি কোভিদ উনিশ অতিমারী সন্ত্রাস ¡

No comments:

Post a Comment