Saturday, 27 June 2020

অরুণাভ রাহা রায়ের কবিতা 'ডানা'

 




ডানা 
অরুণাভ রাহারায়

তোমার সুরের ডানা আশ্চর্য মায়াবী 
গান থেকে নিয়ে যায় শহরের ছাদে 
সেখানে চাঁদের রাত অতি বেশি নীল

দু'চোখে জোনাকি ওড়ে, অনুবাদ হয়। 
চাঁদের শরীরে শুধু গান ভাসে, ভেসে চলে সুর... 

যেভাবে ছাদের তারে মেলে দাও কবিতা প্রচুর

No comments:

Post a Comment