স্তব
গোপনীয়তার শাখা প্রতিদিন ভরে ওঠে রোমাঞ্চ পল্লবে
শিরোধার্য অন্ধকারে ত্বক থেকে ত্বকে কতো শেড ও
শেফালি
সম্ভাবনাময়....
আত্মকৌতুক নয়,স্মিত প্রুফ, দেখতে দেখতে
ঘন্টা মিনিট পার হয়
এক জীবন কতোটা দীর্ঘ আর বলো!
ঝিম ধরা কাচের লন্ঠন --
জমাট দোতলা, সিঁড়ি, ঘুরে ঘুরে উঠেছে ওপরে
সংহত খিলান,ধাপ,প্রশ্রয় রক্ষা করা অনুযোগহীন
চিলেকোঠা
নীরবতা যোগ্য হয়ে ওঠে রাত্রিদিন....
No comments:
Post a Comment